লোহাগাড়ায় মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ফয়সাল,নিউজলোহাগাড়া২৪.বিডি

লোহাগাড়া উপজেলায় মরা মুরগি বিক্রির দায়ে এক মুরগি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ জুন (  বুধবার)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বটতলীর কাঁচাবাজারে  ব্যবসায়ী মো. আনোয়ার সওদাগর আনুকে  ৫ হাজার টাকা জরিমানা করেন।

আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ।

জানা যায়, ঘটনার দিন উপজেলা আমিরাবাদ ইউনিয়ন দর্জিপাড়া এলাকার তৌহিদ নামে এক ক্রেতা ওই দোকান থেকে তিনটি মুরগী কিনেন। মুরগী তিনটি জবাই করে  দিতে বলে। দোকান মালিকের উপস্থিতিতে সেগুলো  পেকেট করে দেওয়া হয়। ক্রেতা তৌহিদ মুরগী গুলো বাড়িতে নেওয়ার পর দেখে একটা মুরগী শক্ত এবং গলায় জবাই করার কোন চিহ্ন নেই।

সাথে সাথে মুরগী গুলো  ওই দোকানে ফেরত অানলে দোকান মালিক প্রথমে অস্বীকার করে। পরে লোকজন বেশি হলে সে তার দোষ স্বীকার করে ক্ষমা চায়।

এসময় ক্রেতা তৌহিদ বিষয়টি উপজেলা প্রশাসনকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানে অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ সিটিজি টাইমসকে বলেন,

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মরা মুরগী বিক্রির বিষয়টি স্বীকার করেন দোকানের কর্মচারী।

পরে ভোক্তা অধিকার আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ  আরও বলেন, অভিযানের সময় বাজারের সকল অসাধু মাংস ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। এমন জঘন্য কাজ যেই করুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Comments

Popular posts from this blog

ফেসবুকে আসছে অর্থ আয়ের সুযোগ

সাংবাদিকদের দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে-র‍্যাব মহাপরিচালক বেনজির অাহাম্মেদ

লোহাগাড়ার ছেলে ক্ষুদে বিজ্ঞানী প্রকৌশলী নোবেল’র জাতীয় পুরষ্কার লাভ