মোহাম্মদ ফয়সাল..... বাবা এটা বাবাদের গল্প। দীর্ঘ পথ বাসে ঝুলে পাড়ি দেন বাবারা। জীবন যুদ্ধে ছেঁড়া একজোড়া জুতা নিয়ে কত বর্ষায় বিপুল পথ হাঁটা। সন্তানের কোনো শখই অপূর্ণ থাকতে দেন না। হাসিমুখে বড় মাংসটা তুলে দেন নিজের সন্তানের পাতে। বাবাদের ফোন কখনো পুরনো হয় না, শার্টের হাতাটা কখনো ছোট হয়ে যায় না, ঘড়িটার বয়স বাড়ে তবুও চলতেই থাকে। ২৪ ঘন্টায় ৩৬ রকম কাজ, চোখের কোণায় একটু ঘুম। অফিসের লাঞ্চে ক্যান্টিন থেকে তুলে নেন কমদামী সমুচাটাই। বাঁচানো কিছু টাকা দিয়ে যদি আরেকটু খুশি করা যায় সন্তানদের। বাবারা তাদের সুবিশাল বাহু দিয়ে আগলে রাখেন তার পুরো পরিবার। শেষরাতে যখন চাঁদ ডুবে গিয়ে নক্ষত্রের আলোয় চারিদিক অন্যরকম হয় তখন বাবা চুপিসারে সন্তানের পাশে এসে বসে, ভাঙা হাসি দিয়ে সযত্নে ঘুম পাড়ায়। প্রতিদিন জন্ম হয় প্রায় ৩,৫০,০০০ লক্ষ সন্তানের আর তার সাথে জন্ম নেয় একই অংকের বাবারা... পৃথিবীর সব বাবাকে শ্রদ্ধা