Posts

আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ ছাত্রলীগের উদ্দোগে " নবীন বরণ "

Image
নিউজ রিপোর্টার মোহাম্মদ ফয়সাল আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নিচ্ছে কলেজ ছাত্রলীগ আহ্বায়ক মোহাম্মদ হামিম হোসেন রবিন, যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন আকরাম, যুগ্ম আহ্বায়ক আবু সালেহ, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল, সদস্য মোহাম্মদ সোহারাফ হোসেন, সদস্য তানভীর ফাহিম, ২য় বর্ষ ছাত্রলীগ সভাপতি জমিল শিকদার, সহ    কলেজ ছাত্রলীগ পরিবার ও আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে এর প্রধান শিক্ষক ও অন্যরা...

বটতলী মোটর স্টেশনে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে

Image
মোহাম্মদ : ফয়সাল লোহাগাড়া বটতলী শহর পরিচালনা নব গঠিত কমিটির আহবায়ক ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু ও সদস্য সচিব মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের নেতৃত্ব বটতলী মোটর স্টেশনে রাস্থার দু`পাশের আবর্জনা সরিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে।

লোহাগাড়ার ছেলে ক্ষুদে বিজ্ঞানী প্রকৌশলী নোবেল’র জাতীয় পুরষ্কার লাভ

Image
মোহাম্মদ : ফয়সাল..... বাংলাদেশে এই প্রথম রোবট ফোর্স’র মাধ্যমে অগ্নিনির্বাপন, অগ্নিকান্ড থেকে মানুষকে বাঁচানো এবং অগ্নিকান্ডের স্থানে দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাতে রোবট ফোর্স উদ্ভাবন করে জাতীয় পুরষ্কার লাভ করেছেন লোহাগাড়ার কৃতি সন্তান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের অষ্টম পর্বের মেধাবী ছাত্র ক্ষুদে বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল। গত ১৬ জুন রবিবার সন্ধ্যা ৬ টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় স্কিল কম্পিটিশনের চূড়ান্ত পর্বে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তাঁর হাতে এ পুরষ্কার তুলে দেন। উক্ত স্কিল কম্পিটিশনের চূড়ান্ত পর্বে মোট ৫৪টি প্রজেক্ট অংশগ্রহণ করে। এতে প্রকৌশলী জাহেদ হোসাইন নোবেলের উদ্ভাবিত প্রজেক্টটি ৩য় স্থান অধিকার করে জাতীয় পুরস্কার লাভ করে । কৌশলী নোবেল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের হয়ে এ কম্পিটিশনে অংশগ্রহণ করে। প্রজেক্টে তাঁর সহযোগী ছিলেন একই বিভাগের ছাত্র ফাহিম জাওয়াদ ও ইমতিয়াজ বিন সোয়াইব। বাংলাদেশ রোবট ফোর্স এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে গিয়ে উদ্ভাবক প্রকৌশলী নোবেল জানান,

১৬ জুন বিশ্ব বাবা দিবস

Image
মোহাম্মদ ফয়সাল..... বাবা এটা বাবাদের গল্প। দীর্ঘ পথ বাসে ঝুলে পাড়ি দেন বাবারা। জীবন যুদ্ধে ছেঁড়া একজোড়া জুতা নিয়ে কত বর্ষায় বিপুল পথ হাঁটা। সন্তানের কোনো শখই অপূর্ণ থাকতে দেন না। হাসিমুখে বড় মাংসটা তুলে দেন নিজের সন্তানের পাতে। বাবাদের ফোন কখনো পুরনো হয় না, শার্টের হাতাটা কখনো ছোট হয়ে যায় না, ঘড়িটার বয়স বাড়ে তবুও চলতেই থাকে। ২৪ ঘন্টায় ৩৬ রকম কাজ, চোখের কোণায় একটু ঘুম। অফিসের লাঞ্চে ক্যান্টিন থেকে তুলে নেন কমদামী সমুচাটাই। বাঁচানো কিছু টাকা দিয়ে যদি আরেকটু খুশি করা যায় সন্তানদের।  বাবারা তাদের সুবিশাল বাহু দিয়ে আগলে রাখেন তার পুরো পরিবার। শেষরাতে যখন চাঁদ ডুবে গিয়ে নক্ষত্রের আলোয় চারিদিক অন্যরকম হয় তখন বাবা চুপিসারে সন্তানের পাশে এসে বসে, ভাঙা হাসি দিয়ে সযত্নে ঘুম পাড়ায়। প্রতিদিন জন্ম হয় প্রায় ৩,৫০,০০০ লক্ষ সন্তানের আর তার সাথে জন্ম নেয় একই অংকের বাবারা... পৃথিবীর সব বাবাকে শ্রদ্ধা

লোহাগাড়ায় মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

Image
ফয়সাল,নিউজলোহাগাড়া২৪.বিডি লোহাগাড়া উপজেলায় মরা মুরগি বিক্রির দায়ে এক মুরগি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ জুন (  বুধবার)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বটতলীর কাঁচাবাজারে  ব্যবসায়ী মো. আনোয়ার সওদাগর আনুকে  ৫ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ । জানা যায়, ঘটনার দিন উপজেলা আমিরাবাদ ইউনিয়ন দর্জিপাড়া এলাকার তৌহিদ নামে এক ক্রেতা ওই দোকান থেকে তিনটি মুরগী কিনেন। মুরগী তিনটি জবাই করে  দিতে বলে। দোকান মালিকের উপস্থিতিতে সেগুলো  পেকেট করে দেওয়া হয়। ক্রেতা তৌহিদ মুরগী গুলো বাড়িতে নেওয়ার পর দেখে একটা মুরগী শক্ত এবং গলায় জবাই করার কোন চিহ্ন নেই। সাথে সাথে মুরগী গুলো  ওই দোকানে ফেরত অানলে দোকান মালিক প্রথমে অস্বীকার করে। পরে লোকজন বেশি হলে সে তার দোষ স্বীকার করে ক্ষমা চায়। এসময় ক্রেতা তৌহিদ বিষয়টি উপজেলা প্রশাসনকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানে অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ সিটিজি টাইমসকে বলেন,

কাতার বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব খেলবে বাংলাদেশ

Image
কাতার-২০২২ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রাক-বাছাইয়ের দ্বিতীয় লেগে লাওসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জেমি ডে’র শিষ্যরা। ফলে প্রথম লেগে লাওসের বিপক্ষে পাওয়া ১-০ গোলের জয়েই চূড়ান্ত বাছাই পর্ব নিশ্চিত করেছে লাল-সবুজের দলটি। প্রথম লেগে লাওসের বিপক্ষে তাদের মাটিতে ১-০ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। ফিরতি লেগে ঘরের মাঠে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকেই মাঠে নামে জেমি ডে’র শিষ্যরা। বাছাইয়ের প্রথম পর্ব পেরুনো বাংলাদেশসহ ছয় দল এবং র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ৩৪ দল নিয়ে হবে দ্বিতীয় পর্ব। সেখানে আট গ্রুপে খেলা হবে। মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লাওসের ওপর আধিপত্য দেখায় স্বাগতিক দল। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামাল ভূইয়ার দল। ৫ম্যাচের ৮ম মিনিটে প্রথম গোলের সুযোগ পায় বাংলাদেশ। তবে তা কাজে লাগানো সম্ভব হয়নি।এরপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। সবচেয়ে সহজ সুযোগটি আসে ম্যাচের ২৪ মিনিটে। মাঝমাঠ থেকে ডি-বক্সের বাইরে ডান পাশে বল পেয়ে যান জীবন। এগিয়ে আসা লাওসের গোলরক্ষককে পরাস্ত করে বল বের করে নেন। শট নিলেও তা গোলবারের ওপর

সাংবাদিকদের দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে-র‍্যাব মহাপরিচালক বেনজির অাহাম্মেদ

Image
কক্সবাজারের একটি হোটেলে ২১ অক্টোবর শনিবার বিকেলে র‍্যাবের মহাপরিচালক বেনজির অাহাম্মেদ ইয়াবা কারবারিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, কোনো ইয়াবা কারবারি সাংবাদিকদের দিকে তাকালে ঔ ইয়াবা কারবারির চোখ উপড়ে ফেলা হবে। সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা উল্লেখ করে তিনি বলেন,কক্সবাজার সহ সমগ্র দেশব্যাপী সাংবাদিকরা সাহসিকতার সাথে ইয়াবা কারবারিদের খবর প্রচার করে অাসছেন। এ জন্য র‍্যাবের পক্ষথেকে সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এ সময় র‍্যাবের মহাপরিচালক অারও বলেন,সাংবাদিকরা ইয়াবা পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে সাথে সাথে র‍্যাবকে জানাতে। র‍্যাবের মহাপরিচালক বেনজির অাহাম্মেদ বলেন,কক্সবাজারের জনসংখ্যা ২৩ লাখ। কিন্তুু গুটি কয়েক ইয়াবা কারবারির জন্য ২৩ লক্ষ মানুষের সম্মান নষ্ট হচ্ছ। এবং ১৬ কোটি মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। ইয়াবার কারনে অাজ যুব সমাজ ধ্বংশের মুখে। দেশের স্বার্থে কক্সবাজারের ২৩ লাখ মানুষকে এগিয়ে অাসার অাহবান জানানো হয়। র‍্যাবের মহাপরিচালক অারও বলেন,এই এলাকায় একের পর এক অালিশান বাড়ি নির্মাণ হচ্ছে। অনেক নৈব্য কোটি পতিও দেখা যাচ্ছে, দুদক ও ইনকাম ট্যাক্স অফিসে