লোহাগাড়ার ৬ ইউপিতে নৌকার মনোনয়ন দৌড়ে ২৬ প্রার্থী
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান ২৬ জন। বিষয়টি মহানগর নিউজকে ঢাকা থেকে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু। তিনি বলেন, যারা মনোনয়ন দৌড়ে রয়েছেন, তারা সবাই দক্ষ। প্রত্যেকে নৌকা নিয়ে নির্বাচন করে বিজয়ী হওয়ার যোগ্যতা রাখে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন, তাকে মনোনয়ন দেবেন। তফসিল ঘোষণার পর স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয়-জেলা কমিটির নেতাদের সঙ্গে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এদিকে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হলে বহিষ্কারের কথা মাথায় নিয়েও কোন কোন প্রার্থী নির্বাচনী মাঠে থাকার গুঞ্জন রয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলটির কোনো প্রার্থী নেই। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। ওই দিন চেয়ারম্যান পদে বড়হাতিয়া ইউনিয়ন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২ জন। তারা হলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ