Posts

Showing posts from November, 2021

লোহাগাড়ার ৬ ইউপিতে নৌকার মনোনয়ন দৌড়ে ২৬ প্রার্থী

Image
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান ২৬ জন। বিষয়টি মহানগর নিউজকে ঢাকা থেকে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু।  তিনি বলেন, যারা মনোনয়ন দৌড়ে রয়েছেন, তারা সবাই দক্ষ। প্রত্যেকে নৌকা নিয়ে নির্বাচন করে বিজয়ী হওয়ার যোগ্যতা রাখে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন, তাকে মনোনয়ন দেবেন।  তফসিল ঘোষণার পর স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ দেখা যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয়-জেলা কমিটির নেতাদের সঙ্গে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এদিকে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হলে বহিষ্কারের কথা মাথায় নিয়েও কোন কোন প্রার্থী নির্বাচনী মাঠে থাকার গুঞ্জন রয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলটির কোনো প্রার্থী নেই।  মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। ওই দিন চেয়ারম্যান পদে বড়হাতিয়া ইউনিয়ন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২ জন। তারা হলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ

ফেসবুকে আসছে অর্থ আয়ের সুযোগ

Image
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, মেটাভার্স তৈরি হওয়ার পর কন্টেন্ট ক্রিয়েটরদের তাদের কাজের বিনিময়ে অর্থ দেওয়ার দিকে নজর দেবে ফেসবুক। অ্যাপল যে ত্রিশ শতাংশ ফি নেয়, তাতে কাজটি কঠিন করে তুলেছে। কাজেই কন্টেন্ট ক্রিয়েটররা যাতে আরও বেশি আয় করতে পারেন, তা নিশ্চিত করতে আমরা সাবস্ক্রিপশনের হালনাগাদ করছি।ফেসবুকে আসছে অর্থ আয়ের সুযোগআন্তর্জাতিক ডেস্ক১ মিনিটে পড়ুনবুধবার (৩ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দিয়েছেন। তি নি বলেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তাদের সাবস্ক্রিপশনের একটি প্রচারমূলক লিংক চালু করছি। লোকজন যখন এই লিংক ব্যবহার করে সাবস্ক্রিপশন করবেন, তখন কন্টেন্ট ক্রিয়েটররা কর বাদে নিজেদের আয় করা অর্থ পাবেন।এই ধনকুবের বলেন, ক্রিয়েটররা তাদের শ্রোতাদের আরও বেশি স্বত্ব পাবেন। তারা যাতে নতুন সাবস্ক্রাইবারদের সবার ইমেল অ্যাড্রেস ডাউনলোড করতে পরেন, তাদের সেই সক্ষমতা দেওয়া হবে।তিনি বলেন, আমরা একটি বোনাস কর্মসূচি চালু করছি। যাতে প্রতিটি নতুন সাবস্ক্রাইবারের জন্য ক্রিয়েটরদের অর্থ পরিশোধ করা হবে। চলতি গ্রীষ্মে ঘোষিত ১০০ কোটি মার্কিন ডলার ক্রিয়েটর বিনিয়োগের অংশ হিসেবে ত